মালদা

ভূমিহীনদের স্বনির্ভর করতে ছাগল পালন প্রশিক্ষণ শিবির

গ্রামের ভূমিহীনদেরকে স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে বামনগোলায় একটি ছাগল পালন প্রশিক্ষণ শিবির শুরু হল শুক্রবার।বামনগোলা ব্লকের বিভিন্ন গ্রামে প্রচুর ভূমিহীন মানুষ রয়েছে।তাদেরকে স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে একটি ছাগল পালন প্রশিক্ষণ শিবির করা হয়।বামনগোলার পাকুয়াহাট ডিগ্রি কলেজের কমিউনিটি হলে।এই শিবির পশ্চিমবঙ্গ সরকারের উদ্দ্যগে বামনগোলার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় শুরু হয় ৩০শে মার্চ থেকে এবং চলবে ১৮ই এপ্রিল পর্যন্ত।এই শিবিরে অংশ গ্রহণ করে ঐ এলাকার ৬০ জন মানুষ।তাদেরকে ছাগল পালন সমন্ধে প্রশিক্ষণ দেওয়া হয়। ছাগলের কোন সময় কি রোগ হয় তার প্রতিকার কি তাও আলোচনা করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের BLDO অনির্বাণ গাঙ্গুলি সহ আরও অনেকে।